RCCB এর পূর্ণরূপ Residual Current Circuit Breaker. এই সার্কিট ব্রেকার কে কিছু দেশে RCB বলা হয় | RCB এর পূর্ণরূপ Residual Currert Device.
RCCB ব্যবহার করা Leakage Current Protection এর জন্য ব্যবহার করা হয় |
ধরা যাক আমাদের কাছে একটি মোটর আছে, যে মোটরের বডি আর্থিং করা হয়নি | এ অবস্থায় যদি কোন কারনে মোটরে লিকেজ কারেন্ট প্রবাহিত হয়, অথবা মোটরের বডিতে কারেন্ট প্রবাহিত হয় তাহলে RCCB ট্রিপ করবে | কারণ RCCB আমাদের লিকেজ কারেন্ট প্রটেকশন দিয়ে থাকে |
RCCB কত পোলের হয়ে থাকে?
- দুই পোল
- 4 পোল
RCCB সাধারণত দুই এবং চার পোলের হয়ে থাকে | MCB বিভিন্ন পোলের হয়ে থাকে |
RCCB তে দুই ধরনের রেটিং ব্যবহার করা হয় |
- লিকেজ ট্রিপিং রেটিং
- রেটেড কারেন্ট
লিকেজ ট্রিপিং রেটিং
লিকেজ ট্রিপিং রেটিং দিয়ে নির্দেশ করা হয় কত মিলি এম্পিয়ার লিকেজ কারেন্ট প্রবাহের ফলে RCCB ট্রিপ করবে | এটি সাধারণত 30mA, 100mA, 300mA রেটিং এর হয়ে থাকে |
বাসাবাড়িতে সাধারণত 30mA ব্যবহার করা হয় | কারণ 30mA রেটিং এর rccb এর সাহায্যে মানুষকে সুরক্ষা প্রদান করা যায় | এর থেকে বেশি রেটিং এর RCCB মানুষকে সুরক্ষা দিতে পারে না সাধারণত |
30mA Leakage Current Ratting এর ব্রেকার এর মধ্যে দিয়ে 30mA কারেন্ট প্রবাহিত সার্কিট ব্রেকার ট্রিপ করবে |
রেটেড কারেন্ট
রেটেড কারেন্ট দিয়ে নির্দেশ করে সর্বোচ্চ কত এম্পিয়ার কারেন্ট এই সার্কিট ব্রেকার দিয়ে প্রবাহিত হবে | ধরা যাক 10A Rated Current এর একটি সার্কিট ব্রেকার দিয়ে সর্বোচ্চ 10A কারেন্ট প্রবাহ করা যাবে |
এটি সাধারণত 10A, 16A, 32A, 40A, 63A, 100A হয়ে থাকে |
RCCB কানেকশন করার পদ্ধতি
RCCB কিভাবে কানেকশন করতে হবে তা RCCB উপরে সার্কিট ডায়াগ্রাম দেয়া থাকে | RCCB তে কোন দিক থেকে পাওয়ার সরবরাহ করা হবে তাও সার্কিট ডায়াগ্রাম এ দেয়া থাকে | ব্রেকার এর ইনপুট এবং আউটপুট নির্দেশ করা থাকে | সেই অনুসারে RCCB কানেকশন করতে হয় |
90% ক্ষেত্রে সাধারণত উপর থেকে ইনপুট দেওয়া হয় এবং নিচের দিক থেকে আউটপুট দেয়া হয় | RCCB এর উপরের ডায়াগ্রাম অনুসারে ফেজ এবং নিউট্রাল সঠিকভাবে স্থাপন করতে হয় |
RCCB ডায়াগ্রাম অনুসারে যে পোলে N থাকবে ওই পোলে নিউটন সংযোগ করতে হবে এবং অন্য পোলে ফেজ সংযোগ করতে হবে |
RCCB সাধারণত ডিস্ট্রিবিউশন সার্কিট ব্রেকারের আগে স্থাপন করা উচিত, না হলে যতটি ডিস্ট্রিবিউশন সার্কিট ব্রেকার ব্যবহার করা হবে ঠিক ততটাই RRCB ব্যবহার করতে হবে | কারণ RCCB এরমধ্যে আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট সমান হতে হয় |
RCCB কেন ট্রিপ করে?
RCCB মূলত কাজ করে ইলেকট্রন প্রবাহের হার কে পরিমাপ এর মাধ্যমে | ফেজ তারের মধ্য দিয়ে যে পরিমান কারেন্ট প্রবাহিত হয় সেই পরিমান কারেন্ট নিউট্রাল তারের মধ্য দিয়ে ফিরে আসলে সার্কিটে কোন সমস্যা নেই |
যদি ফেজ তারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণ এবং নিউট্রাল তারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মধ্যে ( Leakage Tripping Rating > 30mA ) কোন পার্থক্য থাকে তখন RCCB ট্রিপ করে |
কারণ নিউট্রাল এর মধ্য দিয়ে কম কারেন্ট প্রবাহিত হওয়া মানে কিছু পরিমাণ কারেন্ট লিকেজ হয়েছে যা মানুষের জন্য বিপদজনক |
RCCB তে একটি রিলে থাকে সেই রিলিটি ম্যাগনেটিক ফ্লাক্স এর মাধ্যমে পরিচালিত হয় | এই ম্যাগনেটিক ফ্লাক্স এর সাহায্যেই RCCB ট্রিপ করে |
RCCB ওয়ার্কিং প্রিন্সিপাল
চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি RCCB এর মধ্যে একটি কোর থাকে |এই কোর এর উপর দুইটি কয়েল থাকে প্রাইমারি এবং সেকেন্ডারি | প্রাইমারি কয়েল 2 টি,একটি হল ফেজ তারের জন্য এবং অন্যটি নিউট্রাল তারের জন্য |আর সেকেন্ডারি কয়েলটি স্থাপন করা হয়েছে রিলে কয়েলকে নিয়ন্ত্রণ করার জন্য |

ম্যাগনেটিক ফ্লাক্স সমান হয় যার জন্য দুটি বিপরীতমুখী ম্যাগনেটিক ফ্লাক্স পরস্পর একটি অন্যটিকে ক্যান্সেল আউট করে |ফলে সেকেন্ডারি কয়েল রিলে কয়েলে কোন মিচুয়াল প্লাস উৎপন্ন হয় না|
যদি লিকেজ কারেন্ট প্রবাহের ফলে নিউট্রাল তারে কম কারেন্ট প্রবাহিত হয় তাহলে নিউট্রাল তারের প্রাইমারি কয়েলে মিচুয়াল ফ্লাক্স উৎপন্ন হবে | ফলে ফেজ তারের উৎপন্ন অতিরিক্ত মিউচুয়াল ফ্লাক্স দ্বারা সেকেন্ডারি কয়েল রিলে কয়েলে মিউচুয়াল ফ্লাক্স উৎপন্ন হবে এবং রিলে কাজ করবে |
এর মাধ্যমে রিলে RCCB কে ট্রিপ করিয়ে দিবে | এইভাবে RCCB কাজ করে থাকে |
RCCB ব্যবহারের সুবিধা সমূহ
- RCCB আর্থ ফল্ট এবং লিকেজ কারেন্ট প্রটেকশন প্রধান করে |
- RCCB মূলত মানুষকে বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয় |
- RCCB দিয়ে ভুল সংযোগ সার্কিট পরিচালনা করা যায় না |
- RCCB ত্রুটিপূর্ণ সার্কিট সহজে নির্ধারণ করতে পারে |
RCCB ব্যবহারের অসুবিধা সমূহ
- RCCB শর্ট সার্কিট এবং উপলোড প্রটেকশন দিতে পারেনা |
- RCCB এর রেটেড কারেন্ট কম হওয়ায় অধিক লোডে ব্যবহার করা যায় না |
- RCCB যে কোন ছোট ভুলের কারণে এটি পরিচালনা করা যায় না, যা MCB অথবা MCCB তে পরিচালনা করা যায় |
Q1. RCCB প্রধান সমস্যা কোনটি?
ANS: RCCB শর্ট সার্কিট প্রটেকশন এবং ওভারলোড প্রটেকশন প্রদান করে না |
Q2. RCCB কোথায় ব্যবহার করতে হয়?
ANS: মেইন MCB এরপরে ব্যবহার করতে হয়, এবং RCCB এরপরে দিস্ট্রিবিউশন বক্সের MCB তে সংযোগ করতে হয় |
Q3. কত মানের RCCB ব্যবহার করা উত্তম?
ANS: 30mA লিকেজ কারেন্ট মানের RCCB ব্যবহার করা উত্তম |
Thanks. For lot of knowing about Rccb.but include more about it.so, it is great work.
ReplyDeleteShe has labored 우리카지노 in multiple of} cities covering breaking news, politics, education, and more. Her expertise is in private finance and investing, and real estate. Charles is a nationally recognized capital markets specialist and educator with over 30 years of experience creating in-depth training packages for burgeoning financial professionals.
ReplyDelete