এখানে জানতে পারবো MCB কম্পোনেন্টস, MCB ওয়ার্কিং এবং MCB ধরন এর আগে আমরা জেনেছি সার্কিট ব্রেকার কি এবং কত ধরনের সার্কিট ব্রেকার হয়ে থাকে |
MCB কাকে বলে?
MCB full form Miniature Circuit Breaker |MCB হচ্ছে এক ধরনের সেল্ফ অপারেটিং ইলেকট্রিক্যাল সুইচ |
MCB মূলত লো ভোল্টেজ সার্কিট ব্রেকার |Miniature Circuit Breaker সাধারণত ফিউজ এর পরিবর্তে ব্যবহার করা হয় |
ফিউজ বর্তমান সময়ে খুব অল্প পরিমাণে ব্যবহৃত হয় | প্রত্যেক লাইনের প্রটেকশন এর জন্য ফিউজ ব্যবহার করা হতো |
Miniature Circuit Breaker ( MCB ) এর বিভিন্ন সুবিধার জন্য সময়ের প্রেক্ষিতে MCB জনপ্রিয় হয়ে ওঠে এবং ফিউজ এর পরিবর্তে Miniature Circuit Breaker ( MCB ) ব্যবহার করা হয় |
ফিউজ একবার নষ্ট হয়ে গেলে তা পরিবর্তন করে ফেলে দিতে হয় | কিন্তু Miniature Circuit Breaker ( MCB ) বারবার ব্যবহার করা যায় |
Miniature Circuit Breaker ( MCB ) ওভারলোড এবং শর্ট সার্কিট থেকে সার্কিটকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয় |
Miniature Circuit Breaker ( MCB ) ওভারলোড এবং শর্ট সার্কিট হলে mcb trip করার মাধ্যমে ইলেকট্রিক্যাল সার্কিটকে রক্ষা করে এবং পুনরায় MCB রিসেট করার মাধ্যমে MCB ব্যবহার করা হয় |
ফিউজে ওভারলোড এবং শর্ট সার্কিট হলে পুনরায় ব্যবহার করা যায় না |Miniature Circuit Breaker ( MCB ) এবং ফিউজের মধ্যে মূল পার্থক্য এইটি |
Miniature Circuit Breaker ( MCB ) একবার ইনস্টলেশন করা হলে অধিক দিন ব্যবহার করা যায় এবং ওভারলোড এবং শর্ট সার্কিট প্রটেকশন পাওয়া যায় যা তুলনামূলক কম দামে |
Miniature Circuit Breaker ( MCB ) এর আউটপুট ইলেকট্রিক্যাল লাইনে কোন ধরনের ওভারলোড এবং শর্ট সার্কিট হলে Miniature Circuit Breaker (MCB) সেল্ফ অপারেটিং এর মাধ্যমে সার্কিট এর সম্পূর্ণ সুরক্ষা দেয় |
Miniature Circuit Breaker ( MCB ) বাসাবাড়িতে এবং ইন্ডাস্ট্রীতে ব্যবহার করা যায় | বর্তমান সময়ে Miniature Circuit Breaker ( MCB ) বাসাবাড়িতে এবং ইন্ডাস্ট্রীতে ব্যবহার অধিক পরিমাণে ব্যবহৃত হচ্ছে |
MCB পোল সংখ্যা
বাসাবাড়িতে সাধারণত সিঙ্গেল ফেজ ইলেকট্রিক্যাল লাইন ব্যবহার করা হয় |single pole mcb সার্কিট ব্রেকার এর মাধ্যমে সিঙ্গেল ফেজ ইলেকট্রিক লাইনের ফেজ তাকে নিয়ন্ত্রণ করা হয় | নিউট্রাল সরাসরি ব্যবহার করা হয় |
এই সার্কিট ব্রেকার এর দাম তুলনামূলক কম হয় এবং সার্কিট ব্রেকার double pole mcb এর তুলনায় কম নিরাপদ |
2. ডাবল পোল mcb:
Double pole mcb এর মাধ্যমে দুইটি তার নিয়ন্ত্রণ করা যায় | এই সার্কিট ব্রেকারটি সাধারণত সিঙ্গেল ফেস ইলেকট্রিক লাইনে ব্যবহার করা হয় | double pole mcb সার্কিট ব্রেকার ইনপুট দুইটি তার থাকে এবং আউটপুট দুইটি তার দ্বারা পাওয়া সরবরাহ হয় |
সিঙ্গেল ফেজ লাইনে ভালো প্রোডাকশন দেওয়ার জন্য double pole mcb সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় | এই সার্কিট ব্রেকারের ফেজ এবং নিউট্রাল সার্কিট ব্রেকার এর মাধ্যমে সরবরাহ করা হয়, এটি অধিক নিরাপদ |
3. ত্রিপল পোল mcb:
triple pole mcb এর মাধ্যমে তিনি তার নিয়ন্ত্রণ করা যায় | triple pole mcb সার্কিট ব্রেকার সাধারণত থ্রি ফেজ লাইনে ব্যবহার করা হয় |
triple pole mcb সার্কিট ব্রেকার এর ইনপুট এ তিনটি তার দেওয়া হয় এবং আউটপুট এ তিনটি তারের মাধ্যমে পাওয়ার পাওয়া যায় | কিন্তু কেউ চাইলে এই সার্কিট ব্রেকার সিঙ্গেল ফেজ লাইনে ব্যবহার করতে পারে |
থ্রি ফেজ লাইনে সাধারনত নিউট্রাল ব্যবহার করা হয় না | কিন্তু প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করা হলে 4 pole mcb সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় |
4. ফোর পোল MCB:
4 pole mcb সার্কিট ব্রেকার এর মাধ্যমে চারটি তার নিয়ন্ত্রণ করা যায় |4 pole mcb সার্কিট ব্রেকার থ্রি ফেজ চারতার লাইনে ব্যবহার করা হয় |
যেখানে থ্রি ফেজ লাইনের সাথে নিউট্রাল ব্যবহার করা হয় সেখানে 4 pole mcb সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় | এই সার্কিট ব্রেকার সাধারণত ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় |
MCB ট্রিপিং করার পদ্ধতি
1. ওভারলোড কারেন্ট:
নির্দিষ্ট মানের mcb দিয়ে যদি রেটেড কারেন্টের দেশি কারেন্ট প্রবাহিত হয় তখন mcb trip করে |
ধরা যাক, 10A মানের একটি MCB এর মধ্য দিয়ে যদি 12A এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তখন MCB নির্দিষ্ট সময় পর trip করবে |
MCB এরমধ্যে Bi-Metal thermoelement ব্যবহার করা হয় যার মাধ্যমে ওভারলোড কাজ করে | যখন অধিক কারেন্ট প্রবাহিত হয় তখন এই Bi-Metal thermoelement গরম হয়ে দিকে বাঁকা হয়ে MCB trip করিয়ে দেয় |
এজন্য লোড ক্যালকুলেশন এর মাধ্যমেই নির্দিষ্ট এম্পিয়ার এর জন্য সঠিক মানের MCB ব্যবহার করতে হয় |
2. শর্ট সার্কিট:
যখন কোন বৈদ্যুতিক সার্কিট এ পজিটিভ এবং নেগেটিভ সংযোগের মাধ্যমে কোন শর্ট সার্কিট তৈরি হয় তখন সেখানে অধিক পরিমান কারেন্ট প্রবাহিত হয় তাকে শর্টসার্কিট কারণ বলা হয় |
MCB এর আউটপুটে ফেজ এবং নিউট্রাল এক হয়ে যাওয়া বা MCB এর আউটপুটে যেকোনো লোড শর্ট হয়ে গেলে এই শর্টসার্কিট সংগঠিত হয় |
সার্কিট ব্রেকার এর মধ্যে একটি কয়েল থাকে এ কোয়ালিটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে | যখন শর্ট সার্কিটের কারণে সার্কিটে অধিক পরিমান কারেন্ট প্রবাহিত হয় তখন কয়েলে অধিক পরিমান ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হয় এবং এর দ্বারা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় |
ম্যাগনেটিক ফিল্ডের সাহায্যে সার্কিট ব্রেকার trip করা হয় | এর দ্বারা সার্কিটটি সুরক্ষা পায় |
3. মেনুয়াল ট্রিপিং:
ব্যবহারকারীর প্রয়োজন অনুসারে যেকোনো সময় সার্কিট ব্রেকার কে অন অফ করা হয় | এই অন-অফ করার মাধ্যমে সার্কিট ব্রেকারকে trip করানো হয় |
MCB কম্পোনেন্ট সমূহ
1. Cable Terminal
2. Contact
3. Operating Handle
4. Coil Assembly
5. Bi-Metal thermoelement
6. Din Rail Mounting
7. Arc Chamber
MCB ওয়ার্কিং প্রিন্সিপাল
যখন সার্কিট ব্রেকার পাওয়ার সরবরাহ করে তখন 2 Cable Terminal, Contact, Bi-Metal thermoelement and Coil Assembly সিরিজে সংযোগ থাকে |
টার্মিনাল এর মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় যদি রেটেড এমপিভি বেশি কারেন্ট প্রবাহিত হয় তখন Bi-Metal thermoelement গরম হয়ে যায় এবং Contact খুলে দেওয়ার মাধ্যমে ওভারলোড trip করে |
MCB আউটপুট যখন শর্ট-সার্কিট সংঘটিত হয় তখন Coil Assembly ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হয় এবং এটি অধিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার মাধ্যমে Contact খুলে দেয় | যার ফলে ইলেকট্রিক্যাল সার্কিট সুরক্ষিত হয় |
MCB মূলত এই ভাবেই কাজ সম্পূর্ণ করে | কারণ MCB ওভারলোড এবং শর্ট সার্কিট এই দুইটি সুরক্ষা দিয়ে থাকে |
MCB টাইপ সমূহ
MCB টাইপ নির্ধারণ করা হয় দুইটি বিষয়ের উপর নির্ভর করে ক্লিপিং কারেন্ট এবং অপারেটিং সময় |
MCB মূলত 5 ধরনের হয়ে থাকে
B Type, c Type, D Type, K Type, Z Type
ধরে নেওয়া যাক সকল টাইপের সার্কিট ব্রেকার 10A মানেন না হয়েছে | 10A উপর ভিত্তি করে সকল টাইপের সার্কিট ব্রেকার সম্পর্কে জানানো হবে |
1. B Type:
এই ধরনের MCB এর মধ্য দিয়ে 3-5 গুন কারেন্ট প্রবাহিত হলে 0.04 -1 সেকেন্ড এরমধ্যে সার্কিট ব্রেকার ট্রিপ করবে |
এর মানের 10 এম্পিয়ার মানের সার্কিট ব্রেকার এর জন্য 30-50 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে সার্কিট ব্রেকার trip করবে |
যদি 10 এম্পিয়ার এর সার্কিট ব্রেকার দিয়ে 12A প্রবাহিত হয় তবে ত trip করতে 10-20 সেকেন্ড সময় লাগে |
B Type সার্কিট ব্রেকার রেজিস্ট্রিব লোডে ব্যবহার করা হয় | সাধারণত এ ধরনের সার্কিট ব্রেকার বাসাবাড়িতে ব্যবহার করা হয় |
2. C Type:
এই ধরনের MCB এর মধ্য দিয়ে 5-10 গুন কারেন্ট প্রবাহিত হলে 0.04 -5 সেকেন্ড এরমধ্যে সার্কিট ব্রেকার ট্রিপ করবে |
এর মানের 10 এম্পিয়ার মানের সার্কিট ব্রেকার এর জন্য 50-100 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে সার্কিট ব্রেকার trip করবে |
C Type সার্কিট ব্রেকার ইন্ডাক্টিভ এবং ক্যাপাসিটিভ লুডো ব্যবহার করা হয় | এই সার্কিট ব্রেকার বাসাবাড়িতে এবং মোটরের জন্য ব্যবহার করা হয় |
3. D Type:
এই ধরনের MCB এর মধ্য দিয়ে 10-30 গুন কারেন্ট প্রবাহিত হলে 0.04 -3 সেকেন্ড এরমধ্যে সার্কিট ব্রেকার ট্রিপ করবে |
এর মানের 10 এম্পিয়ার মানের সার্কিট ব্রেকার এর জন্য 100-300 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে সার্কিট ব্রেকার trip করবে |
এই ধরনের MCB ওয়েল্ডিং মেশিন, এক্সরে মেশিন এবং বড় বড় মোটরে ব্যবহার করা হয় সাধারণত |
4. K Type:
এই ধরনের MCB এর মধ্য দিয়ে 8-12 গুন কারেন্ট প্রবাহিত হলে 0.01 সেকেন্ড এর কম সময়ের মধ্যে সার্কিট ব্রেকার ট্রিপ করবে |
এর মানের 10 এম্পিয়ার মানের সার্কিট ব্রেকার এর জন্য 80-120 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে সার্কিট ব্রেকার trip করবে |
5. Z Type:
এই ধরনের MCB এর মধ্য দিয়ে 2-3 গুন কারেন্ট প্রবাহিত হলে 0.01 সেকেন্ড এর কম সময়ের মধ্যে সার্কিট ব্রেকার ট্রিপ করবে |
এর মানের 10 এম্পিয়ার মানের সার্কিট ব্রেকার এর জন্য 20-30 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে সার্কিট ব্রেকার trip করবে |
সার্কিট ব্রেকার যেকোনো ধরনের শর্ট সার্কিট এবং হালকা লিকেস কারেন্টের জন্য Tirp করে | সার্কিট ব্রেকার হাই সেনসিটিভিটি সম্পূর্ণ |
এ ধরনের সার্কিট ব্রেকার ইলেকট্রনিক্স সার্কিট বা সেমিকন্ডাক্টর থাকে এবং কোন ধরনের রিক্স নেওয়া হয় না ওই স্থানে ব্যবহার করা হয় |
Q1. MCB সিলেক্ট করা হয় কিভাবে?
ANS: লোডের উপর নির্ভর করে কারেন্ট রেটিং নির্ধারণের মাধ্যমে এবং কারেন্ট রেটিং এর 25% বেশি মানের MCB ব্যবহার করতে হয় |
Q1. হাই সেনসিটিভিটি MCB কোন টাইপের?
Z Type MCB হাই সেনসিটিভিটি | এই সার্কিট ব্রেকার 2-3 গুন কারেন্ট প্রবাহিত হলে 0.01 সেকেন্ড এর কম সময়ের মধ্যে সার্কিট ব্রেকার ট্রিপ করবে |
Q3. MCB Components গুলো কি কি?
Cable Terminal, Contact, Operating Handle, Coil Assembly, etc.
Q4. MCB circuit breaker pole কয়টি?
MCB সার্কিট ব্রেকার পোল চার ধরনের |1 pole, 2 pole,3 pole, 4 pole
Hard Rock Hotel and Casino, Atlantic City - Mapyro
ReplyDelete› harrahs-hotel › 영주 출장안마 harrahs-hotel Find Harrah's Casino, Atlantic 광주 출장샵 City, NJ, 강원도 출장마사지 United States, ratings, photos, Room comfort: 4.0 1,176 reviews Price 문경 출장마사지 range: 계룡 출장마사지 $$