সার্কিট ব্রেকার সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করার জন্য সার্কিট ব্রেকার কত ধরনের তা জানা অত্যন্ত জরুরী | লো ভোল্টেজ সার্কিট ব্রেকার, মাঝারি ভোল্টেজ সার্কিট ব্রেকার, হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার ইত্যাদি
বিভিন্ন ইন্টারভিউ বোর্ডের প্রশ্নের উত্তর দেওয়ার মত করে আমরা এই সম্পর্কে জানব | এর আগে আমরা জেনেছি সার্কিট ব্রেকার কি এবং কিভাবে কাজ করে |
সার্কিট ব্রেকার কত প্রকার?
সার্কিট ব্রেকার মূলত চার প্রকার |
1. Quenching এর উপর ভিত্তি করে
2. ইনস্টলেশনের উপর ভিত্তি করে
3. অপারেটিং মেকানিজম এর উপর ভিত্তি করে
4. ভোল্টেজ এর উপর ভিত্তি করে
1. Quenching এর উপর ভিত্তি করে
আমরা জানি সার্কিট ব্রেকারের মধ্যে প্রধানত দুটি অংশ থাকে, অ্যাক্টিভ ফিক্সট কন্টাক এবং অন্যটি মুভিং কন্টাক্ট |
মুভিং কন্টাক যখন ফিক্সড কন্টাকের সাথে বারবার সংযোগ স্থাপন করে এবং সংযোগ বিচ্ছিন্ন করে, তখন ঐ স্থানে এক ধরনের স্পার্ক এর সৃষ্টি হয় | এই স্পার্ককে quenching বলা হয় |
সার্কিট ব্রেকারের এই স্পার্ক থেকে অগ্নিকাণ্ড সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে | তাই সার্কিট ব্রেকারের এই স্পার্ককে বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হয় | যাতে এই স্পার্ক ছড়িয়ে না পড়ে |
এই quenching থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণত তিন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় |
a. Air Circuit Breaker ( ACB )
b. Vacuum Circuit Breaker( VCB )
c. Sulphur Hexafluoride Circuit Breaker ( SF6 )
এই ছাড়া আরেক ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় Oil Circuit Breaker ( OCB )| Oil Circuit Breaker ( OCB ) এই সার্কিট ব্রেকার বর্তমানে সাধারণত ব্যবহার করা হয় না |
কারণ এই সার্কিট ব্রেকারে অয়েল ব্যবহার করা হয় | সার্কিট ব্রেকার কোন ধরনের সমস্যা দেখা দিলে অয়েলে অগ্নিকাণ্ড সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে |
সার্কিট ব্রেকারে এই ধরনের স্পার্ক সাধারণত HT লাইনে দেখতে পাই |
2. ইনস্টলেশনের উপর ভিত্তি করে
সব সার্কিট ব্রেকার সব জায়গায় স্থাপন করা যায় না | নির্দিষ্ট সার্কিট ব্রেকার নির্দিষ্ট স্থানে স্থাপন করতে হয়|
যেমন খোলা স্থানে বৃষ্টির হয় তাই সকল সার্কিট ব্রেকার স্থাপন করা যায় না | যদি স্থাপন করা হয় তবে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে |
ইনস্টলেশনের উপর ভিত্তি করে সার্কিট ব্রেকার দুই ধরনের |
A. ইনডোর সার্কিট ব্রেকার
সকল সার্কিট ব্রেকারকে কোন আবদ্ধ স্থানে বা রুমে স্থাপন করা হয় | সেসকল সার্কিট ব্রেকারকে ইনডোর সার্কিট ব্রেকার বলে |
এই ধরনের সার্কিট ব্রেকার সাধারণত LT লাইনের জন্য এবং HT লাইনের কিছু ব্যবহার স্থাপন করা হয় |যেমন: MCB, MCCB, MPCB, ACB ইত্যাদি |
B. আউটডোর সার্কিট ব্রেকার
যে সকল সার্কিট ব্রেকার খোলা স্থানে স্থাপন করা হয় সেসকল সার্কিট ব্রেকারকে আউটডোর সার্কিট ব্রেকার বলে |
এই ধরনের সার্কিট ব্রেকার সাধারণত HT লাইনে বা সাব-স্টেশনে ব্যবহার করা হয় | যেমন: ACB, VCB, SF6 ইত্যাদি |
3. অপারেটিং মেকানিজম এর উপর ভিত্তি করে
সার্কিট ব্রেকারে যে মেকানিজম এর মাধ্যমে সার্কিট ব্রেকারকে অন-অফ করা হয় সেই ম্যাকানিজমকে operating Mechanism বলে |
এই সার্কিট ব্রেকারের operating Mechanism তিন ধরনের হয় |
A. স্প্রিং টাইপ সার্কিট ব্রেকার : সাধারণত ইন্ডাস্ট্রিতে যে সকল সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় সেসকল সার্কিট ব্রেকার স্ক্রীন টাইপ সার্কিট ব্রেকার হয়ে থাকে |
11KV, 33KV নিচে যে সকল সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় প্রায় সবগুলো সার্কিট ব্রেকার স্প্রিং টাইপ হয়ে থাকে |
B. নিউমেরিক্যাল টাইপ সার্কিট ব্রেকার : যে সার্কিট ব্রেকার বাতাসের মাধ্যমে অপারেটিং করা হয় তাকে নিউমেরিক্যাল টাইপ সার্কিট ব্রেকার বলে |
C. হাইড্রোলিক সার্কিট ব্রেকার : যে সার্কিট ব্রেকার হাইড্রোলিক ম্যাকানিজমে পরিচালনা করা হয় তাকে হাইড্রোলিক সার্কিট ব্রেকার বলে |
4. ভোল্টেজ সার্কিট ব্রেকার লেভেল অনুযায়ী
ভোল্টেজ এর উপর নির্ভর করে স্থাপনের জন্য সার্কিট ব্রেকার নির্ধারণ করা হয় | ভোল্টেজের উপর নির্ভর করে সার্কিট ব্রেকার তিন ধরনের হয় |
A. লো ভোল্টেজ সার্কিট ব্রেকার : যে সকল সার্কিট ব্রেকার এর মাধ্যমে কম ভোল্টেজে অপারেটিং করা হয় তাদেরকে লো ভোল্টেজ সার্কিট ব্রেকার বলা হয় | যেমন: MCB, ELCB,RCCB, MCCB, MPCB,ACB ইত্যাদি |
a. Miniature Circuit Breaker( MCB )
B. Earth leakage circuit breaker ( ELCB )
C. Residual Current Circuit Breaker ( RCCB )
D. Moulded Case Circuit Breaker ( MCCB )
E. Motor Protection Circuit Breaker ( MPCB )
F. Air Circuit Breaker ( ACB )
Electric Leakage Circuit Breaker ( ELCB ) সার্কিট ব্রেকার এর পরিবর্তে বর্তমান সময়ে Residual Current Circuit Breaker ( RCCB ) ব্যবহার করা হয় | ELCB এর আপডেট সার্কিট ব্রেকার RCCB |
অন্যভাবে বলা যায়,
1000V ভোল্টেজের কম ভোল্টেজে যে সকল সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় তাকে লো ভোল্টেজ সার্কিট ব্রেকার বলা হয় |
B. মিডিয়াম ভোল্টেজ সার্কিট ব্রেকার : যে সকল সার্কিট ব্রেকার এর মাধ্যমে মিডিয়াম মানের ভোল্টেজ অপারেটিং করা হয় তাকে মিডিয়াম ভোল্টেজ সার্কিট ব্রেকার বলা হয় | যেমন:
a. Air Circuit Breaker ( ACB )
b. Vacuum Circuit Breaker( VCB ) or medium voltage vacuum circuit breaker
c. Sulphur Hexafluoride Circuit Breaker ( SF6 )
অন্যভাবে বলা যায়,
যে সকল সার্কিট ব্রেকার এর মাধ্যমে 1000V - 72000V ভোল্টেজ অপারেটিং করা হয় সেসকল সার্কিট ব্রেকার মিডিয়াম ভোল্টেজ সার্কিট ব্রেকার |
C. হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার: যে সকল সার্কিট ব্রেকার এর মাধ্যমে উচ্চমানের ভোল্টেজ অপারেটিং করা হয় তাকে হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার বলা হয় |
a . Sulphur Hexafluoride Circuit Breaker ( SF6 )
b . Vacuum Circuit Breaker ( VCB )
c. Air Circuit Breaker ( ACB ) / Air Blast Circuit Breakers ( ABCB )
হাই ভোল্টেজ লাইনে যে ACB ব্যবহার করা হয় তা মিডিয়াম ভোল্টেজ সার্কিট ব্রেকার এর মত হয় না, এই সার্কিট ব্রেকারকে ABCB সার্কিট ব্রেকার বলা হয় |
বৈদ্যুতিক লাইনে ব্যবহৃত সার্কিট ব্রেকার সমূহ
1. Miniature Circuit Breaker( MCB )
2 Electric Leakage Circuit Breaker ( ELCB )
3. Residual Current Circuit Breaker ( RCCB )
4. Moulded Case Circuit Breaker ( MCCB )
5. Motor Protection Circuit Breaker ( MPCB )
6. Air Circuit Breaker ( ACB )
7. Air Blast Circuit Breakers ( ABCB )
8. Vacuum Circuit Breaker ( VCB )
9. Sulphur Hexafluoride Circuit Breaker ( SF6 )
10. Oil Circuit Breaker ( OCB )
Q1. কত ভোল্টেজ sf6 সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়?
ANS : 1000V ভোল্টেজ এর উপরের লাইনে ব্যবহার করা হয় |
Q2. হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার কয়টি?
ANS: হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার সাধারণত তিনটি | যেমন: ABCB, VCB, SF6
Q3. স্প্রিং টাইপ সার্কিট ব্রেকার কোথায় ব্যবহার করা হয়?
ANS : 11KV, 33KV নিচের ভোল্টেজ ব্যবহার করা হয় |
Q4. লো ভোল্টেজ সার্কিট ব্রেকার কোনগুলো?
ANS : MCB, MCCB, MPCB, ELCB, RCCB, ACB etc.
Q5. ACB পরিবর্তে হাই ভোল্টেজ লাইনে কোন সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়?
ANS : হাই ভোল্টেজ লাইনে ACB পরিবর্তে Air Blast Circuit Breakers ( ABCB ) সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় |
Thanks
ReplyDeleteYes
Deletethanks for support
DeleteInformative post..
ReplyDelete