সার্কিট ব্রেকার কি? সার্কিট ব্রেকার কিভাবে কাজ করে? সার্কিট ব্রেকার কোথায় ব্যবহার করতে হয়? সার্কিট ব্রেকার কেন ব্যবহার করতে হয়? সার্কিট ব্রেকার কিভাবে রিপ্লেস করতে হয় সবগুলো বিষয় তুলে ধরা হলো |সেই সাথে বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার সম্পর্কে ধারণা দেয়া হবে |
সার্কিট ব্রেকার কি?
সার্কিট ব্রেকার ইলেকট্রিক্যাল সার্কিট একটি ছোট এবং গুরুত্বপূর্ণ ডিভাইস | সার্কিট ব্রেকার এর সাহায্যে সার্কিটে প্রয়োগকৃত কারেন্টকে নিয়ন্ত্রন করা হয় |
ইলেকট্রিক্যাল সার্কিট ইলেকট্রিকাল বাল্ব, ইলেকট্রিক্যাল মোটর ইত্যাদি যেকোনো ইলেকট্রিক্যাল ডিভাইসকে সার্কিট বেকার সুরক্ষা দিয়ে থাকে |
যেমন একটি সুইচ এর সাহায্যে ইলেকট্রিক্যাল সার্কিট এর যেকোনো ডিভাইসকে নিয়ন্ত্রণ করা যায় ঠিক তেমনি সার্কিট ব্রেকার এর সাহায্যে ইলেকট্রিক্যাল সার্কিট এর যে কোন ডিভাইস কে নিয়ন্ত্রণ করা যায় |
কিন্তু সার্কিট ব্রেকার এর সাহায্যে ইলেকট্রিক্যাল সার্কিটে কোন ফল্ট হলে স্বয়ংক্রিয়ভাবে সার্কিট ব্রেকার সুইচিং করে |
এর জন্য বাসাবাড়িতে সাধারণত MCB সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় | কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এ আরও বিভিন্ন টাইপের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় যেমন: MCCB, ACB, VCB ইত্যাদি |
এই সকল সার্কিট ব্রেকার এর মূল কাজ হলো ইলেকট্রিক্যাল সার্কিট অতিরিক্ত কারেন্ট থেকে ইলেকট্রিক্যাল ডিভাইস কে রক্ষা করা এবং কোন ফল্ট হলে অটোমেটিক্যালি সুইচিং করা |
সার্কিট ব্রেকার হচ্ছে একটা অটোমেটিক্যালি সুইচিং ডিভাইস | যখন কোন বৈদ্যুতিক ফল্ট সৃষ্টি হয় তখন সার্কিট ব্রেকার ইলেকট্রিক্যাল সার্কিট এবং ইলেকট্রিক্যাল মেশিন বা ডিভাইসকে রক্ষা করে |
অতিরিক্ত কারেন্ট থেকে সুরক্ষা প্রদান করে অটোমেটিক্যালি সুইচিং করার মাধ্যমে |যখন অতিরিক্ত বিপদজনক কারেন্ট বৈদ্যুতিক সার্কিট এ প্রবেশ করে ঠিক তখনই সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয়ভাবে সুইচিং এর মাধ্যমে ইলেকট্রিক্যাল সার্কিট কে রক্ষা করে |
সার্কিট ব্রেকার ওয়ার্কিং প্রিন্সিপাল
সার্কিট ব্রেকার যেহেতু একটি প্রটেক্টিভ এবং নিয়ন্ত্রণ ডিভাইস তাই এর ব্যবহার সুবিধার্থে সার্কিট ব্রেকার এর দুই ধরনের কন্টাক্ট থাকে |
সার্কিট ব্রেকার একটি মুভিং কন্টাক থাকে এবং অন্যটি ফিক্সড কন্টাক থাকে |মুভিং কন্টাক সার্কিট ব্রেকার এর মাঝে থাকে এবং এটি ফিক্সড কন্টাকের সাথে সংযোগ স্থাপন করে | প্রয়োজন অনুযায়ী মুভিং কন্টাক্টকে সরানো যায় |
বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকারে এ কন্টাক্ট গুলো তৈরিতে বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করা হয় |
ফিক্সড কন্টাক সার্কিট ব্রেকারের দুই প্রান্তে স্থাপিত থাকে |ফিক্সড কন্টাক এর সাথে সার্কিট ব্রেকারের ইনকামিং পাওয়ার এবং আউটগোয়িং পাওয়ার ক্যাবেল সংযোগ করা হয় |
যখন সার্কিট ব্রেকার এর কোন ফল্টি কারেন্ট প্রবেশ করে তখন মুভিং কন্টাক এর সাহায্যে সার্কিট ব্রেকার অটোমেটিক্যালি সুইচিং এর মাধ্যমে সংযোগ বিচ্ছিন্ন করে |
সহজ কথায়
সার্কিট ব্রেকার এর মুভিং এবং ফিক্সড দুটি কন্টাক, যখন সার্কিট ব্রেকারের অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তখন মুভিং কন্টাকের মাধ্যমে সার্কিট ব্রেকার অটোমেটিক সুইচিং এর মাধ্যমে সংযোগ বিচ্ছিন্ন করে |
সার্কিট ব্রেকার কেন ব্যবহার করা হয়?
বিদ্যুৎ ব্যবহারে নিরাপত্তার কথা চিন্তা করে সার্কিট ব্রেকার এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে এবং নিয়ন্ত্রণে সহজ বলে অধিক জনপ্রিয় |
সার্কিট ব্রেকার একটি নিয়ন্ত্রণ এবং রক্ষণ ডিভাইস | সার্কিট ব্রেকার সাধারণত মিডিয়াম এবং হাই এম্পিয়ার এর ক্ষেত্রে ব্যবহার করা হয় |
অনেক সময় সুইচ এর পরিবর্তে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়ে থাকে | তবে সার্কিট ব্রেকার মূলত বৈদ্যুতিক সার্কিটকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয় |
বৈদ্যুতিক সার্কিটের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে সার্কিট ব্রেকার খুব সহজে তা নির্ধারণ করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে সার্কিট ব্রেকার বন্ধ হয়ে যায় |
এই ছাড়া যদি বৈদ্যুতিক সার্কিট এ কোন ধরনের ফল্ট দেখা দেয় তাহলে সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে |
বৈদ্যুতিক সার্কিটে শর্ট সার্কিট সংঘটিত হলে সার্কিট ব্রেকার খুব দ্রুত পাওয়ার লাইন থেকে বৈদ্যুতিক ডিভাইস কে বিচ্ছিন্ন করে দেয় |
বৈদ্যুতিক সার্কিট কে রক্ষা করার জন্যই মূলত সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় এবং সহজে সার্কিট ব্রেকার অন-অফ করার মাধ্যমে বৈদ্যুতিক ডিভাইস নিয়ন্ত্রন করা যায় তাই এটি বর্তমান সময়ে অধিক জনপ্রিয় |
সার্কিট ব্রেকার কোথায় ব্যবহার করা হয়?
সার্কিট ব্রেকার বৈদ্যুতিক ডিভাইস এর পূর্বে স্থাপন করা হয় যাতে বৈদ্যুতিক ডিভাইসটি সার্কিট ব্রেকার রক্ষা করতে পারেন |
সার্কিট ব্রেকার পদ্ধতি উপায় এবং বৈদ্যুতিক পাওয়ার সোর্স এর মাঝে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে | যখনই বৈদ্যুতিক সার্কিটের কোন সমস্যা দেখা দেয় তৎক্ষণাৎ বৈদ্যুতিক ডিভাইস কে রক্ষা করার জন্য সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় |
অধিক নিরাপত্তার স্বার্থে অনেক সময় দেখা যায় সার্কিট ব্রেকারকে সুইচ এর পরিবর্তে ব্যবহার করা হয় | যাতে কোন ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা না ঘটে |
এইভাবে সার্কিট ব্রেকার ইনস্টলেশন করা হয় |
কিভাবে সার্কিট ব্রেকারের স্থাপন করা
সার্কিট ব্রেকার মূলত বৈদ্যুতিক পাওয়ার সোর্স থেকে পাওয়ার সংগ্রহ করে এবং বৈদ্যুতিক ডিভাইসে পাওয়ার সরবরাহ করে থাকে |
বৈদ্যুতিক ডিভাইস এবং বৈদ্যুতিক সোর্স এর মাঝে সার্কিট ব্রেকার স্থাপন করা হয় | বৈদ্যুতিক সোর্স থেকে আগত পাওয়ার ক্যাবেলকে সার্কিট ব্রেকারের এক প্রান্তের ফিক্সট কন্টাক্ট এর সাথে সংযোগ করা হয় এবং সার্কিট ব্রেকার অন্যপ্রান্তের ফিক্সট কন্টাক্ট এর সাথে লোড সংযোগ করা হয় |
কিভাবে সার্কিট ব্রেকার প্রতিস্থাপন করবেন
সার্কিট ব্রেকারের যদি কোনো সমস্যা দেখা দেয় তখন সার্কিট ব্রেকার পরিবর্তন করতে হয় | সার্কিট ব্রেকার পরিবর্তন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সার্কিট ব্রেকারের মূল ইনকামিং পাওয়ার বন্ধ আছে কিনা |
যদি পাওয়ার কত থাকে তখন সার্কিট ব্রেকারের ইনকামিং পাওয়ারের ক্যাবেল এবং বৈদ্যুতিক বিবাহিতদের সাথে সংযুক্ত পাওয়ার ক্যাবেল খুলতে হবে |
ক্যাবেল খোলার পরে নতুন ব্রেকার ওই স্থানে স্থাপন করতে হবে | পাওয়ার কেবল যদি সমস্যা না থাকে তাহলে আগের মত করেই সংযোগ করতে হবে |
এর পর পুনরায় সার্কিট ব্রেকারে পাওয়ার সরবরাহের মাধ্যমে বৈদ্যুতিক সার্কিটে পাওয়ার সরবরাহ করা হয় |
সার্কিট ব্রেকার কোথায় স্থাপন করা হয়?
সার্কিট ব্রেকার যেহেতু একটি নিয়ন্ত্রণ এবং রক্ষণ ডিভাইস তাই এটি হাতের নাগালেই স্থাপন করা উচিত | যাতে সহজেই এটি নিয়ন্ত্রণ করা যায় যদি কোন সমস্যা হয় |
সার্কিট ব্রেকার স্থাপনের জন্য DB বক্স স্থাপন করতে হয় | যাতে সার্কিট ব্রেকার স্থাপন সহজ হয় এবং যাতে বাহ্যিক সৌন্দর্য নষ্ট না করে |
সার্কিট ব্রেকার কখনোই খোলা স্থানে স্থাপন করা উচিত নয় | ছোট বাচ্চারা যাতে সার্কিট ব্রেকার ধরতে না পারে সেদিকে খেয়াল রাখা উচিত |
সার্কিট ব্রেকার কখনোই এমন স্থানে স্থাপন করা উচিত নয়, যেখানে বৃষ্টির পানি পরে | এমন স্থানে সার্কিট ব্রেকার থাকলে তা দ্রুত সরিয়ে ফেলা উচিত |
বৈদ্যুতিক সার্কিট ব্রেকার এর উপকারিতা
1. সার্কিট ব্রেকার এর সাহায্যে বৈদ্যুতিক নিরাপত্তা পাওয়া যায় |
2. সার্কিট ব্রেকার বারবার ব্যবহার করা যায় |
3. সার্কিট ব্রেকারের স্থায়িত্ব দীর্ঘস্থায়ী হয় |
4. সার্কিট ব্রেকার প্রয়োজন অনুযায়ী স্থাপন করা যায় |
5. সার্কিট ব্রেকার নির্দিষ্ট এম্পিয়ার এর জন্য নির্বাচন করা সহজ হয় |
6. অন্যান্য রক্ষণ যন্ত্রের তুলনা সার্কিট ব্রেকারের দাম কম |
7. সার্কিট ব্রেকার দেখতে সুন্দর হয় |
8. সার্কিট ব্রেকার দিয়ে সহজে বৈদ্যুতিক বিবাহিত নিয়ন্ত্রণ করা যায় |
9. সার্কিট ব্রেকার প্রয়োজন অনুসারে স্থানান্তরে তেমন কোন সমস্যা নেই |
10. সার্কিট ব্রেকার একবারে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই |
11. সার্কিট ব্রেকার সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ উভয়ের জন্য ব্যবহার করা যায় |
সার্কিট ব্রেকার এর অপকারিতা
1. সার্কিট ব্রেকার বাসাবাড়িতে ব্যবহারের জন্য তুলনামূলক দাম বেশি |
2. সার্কিট ব্রেকার একবার নষ্ট হয়ে গেলে সার্ভিসিং করা যায় না |
Q1. সার্কিট ব্রেকার কেন ব্যবহার করা হয়?
ANS: সার্কিট ব্রেকারকে বৈদ্যুতিক সার্কিটের রক্ষণ এবং নিয়ন্ত্রণ ডিভাইস হিসেবে ব্যবহার করা হয় | যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে |
Q2. সার্কিট ব্রেকার রিপ্লেস করার প্রয়োজন কেন?
ANS: যদি কোন সার্কিট ব্রেকার নষ্ট হয়ে যায় তখন সার্কিট ব্রেকার রিপ্লেস করার প্রয়োজন হয় | সার্কিট ব্রেকারের কোন সমস্যা হলে যদি রিপ্লেস করা না হয় তবে তা ব্যবহারকারীর জন্য বিপদজনক |
Q3. সার্কিট ব্রেকার ওয়ারিং কেন করা হয়?
ANS: সার্কিট ব্রেকার ওয়ারিং করা হয় যাতে সার্কিট ব্রেকার ব্যবহার উপযোগী করা যায় | সার্কিট ব্রেকার এর ওয়ারিং করার ফলে সার্কিট ব্রেকার দেখতে সুন্দর এবং ব্যবহারের সহজ |
Q4. সার্কিট ব্রেকার এর পরিবর্তে ব্যবহার করা হয়?
ANS: সার্কিট ব্রেকার সাধারণত লক্ষণ এবং নিয়ন্ত্রণ যন্ত্র | এটি সুইচিং এর কাজে ব্যবহার করা হয়, অনেক সময় সুইচ এর পরিবর্তে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় |